Space for ads

দালাল ধরতে ঢামেক হাসপাতাল অভিযান, আটক অর্ধশত

 প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

দালাল ধরতে ঢামেক হাসপাতাল অভিযান, আটক অর্ধশত
Space for ads

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এ পর্যন্ত দালাল সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

ফাঁড়ি ইনচার্জ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ দল হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করে সত্যতা যাচাই করা হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের সেবা নিতে গিয়ে বিশেষ করে রোগী ভর্তির ক্ষেত্রে দালালরা নানা ধরণের প্রতারণা ও হয়রানি করে থাকে।

যাচাই বাছাই শেষে চিহ্নিত দালালদের সর্বোচ্চ তিন মাস কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করছেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

এর আগে গত বছরের নভেম্বরেও এমন অভিযানে ২১ জন দালালকে আটক করেছিল যৌথবাহিনী।

.
BBS cable ad