Space for ads

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

 প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
Space for ads

প্রায় এক সপ্তাহ ধরে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই সঙ্গে চমেকের শিক্ষার্থীরাও ক্লাস বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেছেন।

গতকাল চমেক শিক্ষার্থী ও চিকিৎসকদের ব্যানারে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে ইন্টার্ন চিকিৎসকদের দাবির প্রতি সমর্থন দিয়ে বক্তব্য দেন চমেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ও উপাধ্যক্ষ আবদুর রব। এরপর সমাবেশ থেকে কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক ডা. আহমদ হাসনাইন ও শিক্ষার্থী মো. সাকিব হোসেন। ডা. আহমদ হাসনাইন বলেন, ‘শিক্ষকদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।’

BBS cable ad