ক্যানসারের ওষুধের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমাল সরকার

ক্যানসারের চিকিৎসা আরও সুলভ করার উদ্দেশ্যে এর চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানিতে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করেছে সরকার। রোববার (২ মার্চ) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৩ মার্চ) প্রজ্ঞাপনের এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩(২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, ২৯ মে, ২০২৪ খ্রিষ্টাব্দে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং ১৭৬-আইন/২০২৪/২৮/কাস্টমস এ বর্ণিত ক্যানসার নিরোধক ওষুধ প্রস্তুতের জন্য আমদানিকৃত পণ্যসমূহের ওপর আরোপণীয় উৎসে কর সংগ্রহের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হলো। এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ১৫ জানুয়ারি এনবিআরে ক্যানসারের ওষুধের দাম কমিয়ে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল জাতীয় ওষুধের দাম বাড়ানোর সুপারিশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।