Space for ads

শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি দলের ওসমানী মেডিকেল পরিদর্শন

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি দলের ওসমানী মেডিকেল পরিদর্শন
Space for ads

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি দল সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিদর্শন করেছেন।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি দল সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিদর্শনের জন্য আগমন করেন।

এ এসময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন তিনজন রোগীর চিকিৎসার খোঁজখবর নেন। আহত রোগীদের চিকিৎসা এবং ব্যক্তিগত খরচের জন্য কোনো টাকার প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষকে শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে মেডিকেল কলেজ পরিদর্শন করে কলেজের অধ্যক্ষ এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, নির্বাহী পরিচালক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী, সৌমিত্র চক্রবর্তী উপ-পরিচালক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, ওসমানী মেডিকেল কলেজ শাখা সমন্বয়ক ইন্টার্ন চিকিৎসক এমদাদ হোসেনসহ অন্যান্য শিক্ষার্থীরা।

প্রতিনিধি দল ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত ও আহত ছাত্রদের খোঁজখবর নেন। এছাড়াও শিক্ষার্থীরা বিগত দিনে আন্দোলনরত শিক্ষার্থীদের তৎকালীন প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসীদের হয়রানি ও বিভিন্ন নিপীড়নের চিত্র তুলে ধরেন।

BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: