Space for ads

পিএসসির মাধ্যমে সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:১৩ অপরাহ্ন   |   স্বাস্থ্য মন্ত্রনালয়

পিএসসির মাধ্যমে সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
Space for ads

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, পিএসসির মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। এর অতিরিক্ত হিসেবে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জে মানুষ চিকিৎসা পায় না। তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

BBS cable ad

স্বাস্থ্য মন্ত্রনালয় এর আরও খবর: