শিরোনাম

Space for ads

ঢামেক মর্গে পড়ে আছে বেওয়ারিশ ৬ মরদেহ

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঢামেক মর্গে পড়ে আছে বেওয়ারিশ ৬ মরদেহ
Space for ads

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আরো ছয় বেওয়ারিশ মরদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, নিজেদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণ-অভ্যুত্থানে শহীদ অশনাক্ত ছয়টি মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল।

তারা আরো জানান, সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনো হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে। মর্গে থাকা লাশের পাঁচজনের পরিচয়ই অজ্ঞাত। তাদের বয়স ২০-৩২ বছরের মধ্যে। এর মধ্যে এক নারী (৩২) আছেন। অন্যজন হলেন এনামুল (২৫)।’

বক্তারা বলেন, ‘লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত’। একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে’।

জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের নেতারা জানান, লাশগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।

কারো পরিবারের সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের নেতারা।

BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: