Space for ads

স্কয়ার ফার্মার শেয়ার কিনবেন রত্না পাত্র

 প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন   |   ফার্মাসিউটিক্যাল

স্কয়ার ফার্মার শেয়ার কিনবেন রত্না পাত্র
Space for ads

ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির (স্কয়ার ফার্মা) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন রত্না পাত্র। তিনি কোম্পানিটির একজন পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, রত্না পাত্র কোম্পানিটির ১৫ লাখ শেয়ার কিনবেন। ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেট থেকে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমান শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি। শেয়ারবাজারে গতকাল স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দর ছিল ২১৮ টাকা ৯০ পয়সা। সে হিসাবে ১৫ লাখ শেয়ারের বাজারদর দাঁড়ায় ৩২ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা। তবে শেয়ারের দর কমলে বা বাড়লে এ বাজারদরও কম-বেশি হবে।

এর আগে ১০ মার্চ স্কয়ার ফার্মা ১৫ লাখ শেয়ার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন কোম্পানিটির আরেক পরিচালক স্যামুয়েল এস চৌধুরী।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) স্কয়ার ফার্মার কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ হাজার ১০৩ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ২৩ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৬৯ পয়সা।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) স্কয়ার ফার্মার কর-পরবর্তী মুনাফা হয়েছে ৫৫১ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪৫৯ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯২ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৫ টাকা ৫২ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৩ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪২ টাকা ৫ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে স্কয়ার ফার্মা। আলোচ্য হিসাব বছরে ইপিএস হয়েছে ২১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৯ টাকা ৯৫ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে স্কয়ার ফার্মা শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

১৯৯৫ সালে পুঁজিবাজারে আসা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১১ হাজার ৫০১ কোটি ৯৩ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০। এর মধ্যে ৪২ দশমিক ৯১ শতাংশ এর উদ্যোক্তা পরিচালকদের কাছে, ১৩ দশমিক ৯৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১৫ দশমিক ৪৫ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২৭ দশমিক ৭০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

BBS cable ad