শিরোনাম

Space for ads

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে আরও ৪০ রোগীর অপারেশন

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন   |   চিকিৎসা

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে আরও ৪০ রোগীর অপারেশন
Space for ads
  বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আরও ৪০ জন গরীব ও অসহায় রোগীর বিনামূল্যে চোখের ছানি, নেত্রনালী ও মাংস বৃদ্ধির অপারেশন করা হচ্ছে আজ।

বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত হাসপাতালটিতে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ অপারেশন কার্যক্রম শুরু হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবতৈনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি, প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নিয়েছেন ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. আক্তার ফেরদৌসি জাহান, ডা. জেরিন পারভীন এবং ডা. নুসরাত লুবনা ইসলাম। রোগীদের মধ্যে ২০ জন ছিলেন পুরুষ ও ২০ জন নারী।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং দোয়ারকা দাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
 
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার (এইচআর এন্ড এডমিনিস্টেশন) মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরীব-দুস্থ ও অসহায় রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকেই এ ধরণের ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। সারাদেশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের মাধ্যমে রোগী বাছাই করে এ পর্যন্ত ৩ হাজার ২৫৫ জন রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে। এ ক্যাম্পটি গত বছরের ১৯ নভেম্বর কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে দোয়ারকাদাস আগরওয়ালা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। ওই কাম্পে মোট ১ হাজার ২৫০ রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্য ১৫০ জনকে ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা। আজ সেখানকার প্রথম ব্যাচের ৪০ জন রোগীর অপারেশন করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল রোগীর অপারেশন সম্পন্ন হবে।
BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: