বরিশালে স্বাস্থ্য খাতের সংস্কার কমিশনের মতবিনিময়
স্বাস্থ্য খাতের পরিবর্তন আনতে দায় রয়েছে সবার। দীর্ঘদিনের জটিলতা, যা
একদিনে বদলে দেয়া সম্ভব নয়। বরিশালে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা
বলেন স্বাস্থ্য খাতের সংস্কার কমিশনের সদস্য এমএম রেজা। গতকাল বেলা সাড়ে
১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) সভাকক্ষে এ সভা শুরু
হয়। এমএম রেজা স্বাস্থ্য খাত সংস্কারে অংশীজনদের সহযোগিতা কামনা করেন। তিনি
অংশীজনদের কাছ থেকে পাওয়া মতামত প্রধান উপদেষ্টার বরাবরে উত্থাপন করার
কথাও জানান।