চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা
Start typing...
শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছে সহস্রাধিক মানুষ। গতকাল সদর উপজেলার রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আয়োজন করে সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডেশন।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে শিশু, গাইনি, চর্ম ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও ব্লাড গ্রুপিং করা হয়েছে। আগামীতে জেলাব্যাপী এ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেয়া হবে বলে জানান আল হিলাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান।