স্বাধীনতা দিবসে হামদর্দের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে সারাদেশে ৩০০টি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হচ্ছে। আজ বুধবার (২৬ মার্চ) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ার, উপ-পরিচালক বিপণন ডা. তৈমুর চৌধুরীসহ হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বৈষম্য ও দুর্নীতিমুক্ত হওয়ার পথে যাত্রা শুরু করেছে। হামদর্দ বাংলাদেশ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। হামদর্দের মাধ্যমে দেশের বহু মানুষ সেবা ও সহমর্মিতা পাচ্ছে। তিনি সবার প্রতি সততার আদর্শ নিয়ে দেশ গড়ার আহ্বান জানান।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আগতদের বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।