Space for ads

মেডিকেল কলেজ খোলার বিষয়ে যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

মেডিকেল কলেজ খোলার বিষয়ে যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর
Space for ads
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ও সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়া সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ এখনই খুলছে না।

দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারের নির্দেশনা অনুযায়ী মেডিকেল কলেজ খুলে দিতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটো মিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এখন পর্যন্ত মেডিকেল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়নি। মেডিকেল কলেজগুলোতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের কার্যক্রম হয়, শিক্ষার্থীরাও ওই পর্যায়ের। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলিয়েই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে মেডিকেল কলেজ খুলে দেওয়া হতে পারে। তবে এখনই মেডিকেল কলেজ খোলার চিন্তাভাবনা নেই।’
BBS cable ad