Space for ads

খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন   |   রোগ

খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু
Space for ads
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে খুমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় যশোর চাচড়া এলাকার বাসিন্দা নাহার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ২৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৯ জনকে ভর্তি করানো হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
BBS cable ad