Space for ads

পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীর মৃত্যু

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন   |   চিকিৎসা

পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীর মৃত্যু
Space for ads
পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. তানভীর (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে পিরোজপুর শহরের দশ নিড়ের গলি এলাকার মো. আজিমের ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তানভীর এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিল। গত ২ দিন পূর্বে সে ঢাকাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। রোববার ঢাকা থেকে পিরোজপুরে নিজ বাড়িতে চলে আসে। সন্ধ্যায় সে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার সকাল ৮টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নিজাম উদ্দিন জানান, তানভীর রোববার হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। মঙ্গলবার তার মৃত্যু হয়।

এদিকে, পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। জেলায় এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। এরমধ্যে মঙ্গলবার একজন ও পিরোজপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি অবস্থায় মারা গেছেন একজন।
BBS cable ad