Space for ads

সরকারি হাসপাতাল থেকে পাচারের সময় ওষুধ জব্দ

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন   |   চিকিৎসা

সরকারি হাসপাতাল থেকে পাচারের সময় ওষুধ জব্দ
Space for ads
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাচার করার সময় এক হাজার ১৯০টি সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ।  

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে ওষুধগুলো আটক করেন।
পরে শোরগোল শুরু হলে আজমিরীগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে ওষুধগুলো জব্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবক হাসপাতালের স্টোরের কিছু ওষুধ শপিং ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন। ওষুধের ব্যাগ নিয়ে গেটের সামনে এলে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ব্যাগে কী আছে জানতে চাইলে ওই যুবক ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান।

পরে ওষুধের ব্যাগ নিয়ে ঘটনাস্থলে শোরগোল শুরু হলে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওষুধগুলো জব্দ করে নিয়ে যায়।

পুলিশের জব্দ তালিকায় ৪০ পাতায় ৪০০ পিস ওমিপ্রাজল, ১০ পাতায় ১০০ পিস এজিথ্রোমাইসিন, ১০ পাতায় ১০০ পিস কিটোরোলাক, ৮ পাতায় ৮০ পিস এমোক্সিসিলিন, ১৫ পাতায় ১৫০ পিস ক্লোরুমিন, প্রেক্সোপেনাডিন ১১ পাতায় ১১০ পিস, মেট্রোনিডাজল ১০ পাতায় ১০০ পিস, প্যারাসিটামলের ৫০ পাতায় ১৫০ পিস ও এন্টিসেভটিভ হ্যান্ডরাব সলোশন ৫০০ মিলিগ্রামের এক বোতল রয়েছে।

এলাকাবাসী জানান, প্রায় ১১ বছর ধরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারের দায়িত্বে আছেন মো. শাহজাহান মিয়া। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।  

রাতে অভিযুক্ত শাহজাহানের বক্তব্য নিতে তার মোবাইল ফোনে বার বার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।  

তবে ঘটনা খতিয়ে দেখে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানিয়েছেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈদুল হাছান পাচারের সময় ওষুধ জব্দ করার সত্যতা নিশ্চিত করেছেন। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
BBS cable ad