Space for ads

জলাতঙ্ক দিবসে ১০০ পোষা প্রাণীকে টিকা দেবে সিভাসু

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন   |   চিকিৎসা

জলাতঙ্ক দিবসে ১০০ পোষা প্রাণীকে টিকা দেবে সিভাসু
Space for ads
 বিশ্ব জলাতঙ্ক দিবস (২৮ সেপ্টেম্বর) উপলক্ষে ১০০ পোষা প্রাণীকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ।

ওই দিন সিভাসুর ভেটেরিনারি ক্লিনিক্সের এসএ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল এবং মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া হবে।
এ ছাড়া, ৩০ জন পোষা প্রাণীর মালিককে নিয়ে আয়োজন করা হবে জলাতঙ্ক সম্পর্কিত সচেতনতামূলক সভা।

সিভাসুর পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. ভজন চন্দ্র দাস বলেন, বিনামূল্যে টিকাপ্রাপ্তি এবং সভায় অংশগ্রহণের জন্য পোষা প্রাণীর মালিকদের নিবন্ধন করতে হবে।
সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে (শুক্রবার ও শনিবার বন্ধ) ০১৩১৪-৩০০৬৫৫ মোবাইল নম্বরে নিবন্ধন করতে হবে। 
BBS cable ad