Space for ads

মহাসমাবেশ ডেকেছেন ট্রেইনি চিকিৎসকরা

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন   |   স্বাস্থ্যকর্মী

মহাসমাবেশ ডেকেছেন ট্রেইনি চিকিৎসকরা
Space for ads

মাসিক ভাতা ৫০ হাজার টাকা বা নবম গ্রেড করার দাবি বৃহস্পতিবারের মধ্যে সুরাহা না করায় রোববার সকাল ১০টায় শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে প্রায় ১৩ হাজার পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিস।

শনিবার বিএসএমইউ’র ট্রেইনি চিকিৎসক জাবির হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন প্রকাশ না হওয়ায় প্রতিবাদে গত ২২ ডিসেম্বর দুপুর ১টায় শাহবাগ মোড় অবরোধ করেন ট্রেইনি চিকিৎসকরা। বিকেলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম শাহবাগ মোড়ে গিয়ে ডাক্তারদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় তিনি জনভোগান্তি কমাতে আপাতত অবরোধ স্থগিত করার অনুরোধ জানান।

পরে বিএসএমইউ’র ট্রেইনি চিকিৎসক জাবির হোসেন বলেন, আমরা আপাতত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। তবে আমাদের কর্মবিরতি চলমান থাকবে। অবরোধ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত স্থগিত। আশা করি, এর মধ্যে প্রজ্ঞাপন পাবো এবং কর্মবিরতি প্রত্যহার করে কাজে ফিরব। যদি তা করা না হয়, আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

BBS cable ad