Space for ads

মশার বিরুদ্ধে নিয়াজ খানের যুদ্ধ

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন   |   রোগ

মশার বিরুদ্ধে নিয়াজ খানের যুদ্ধ
Space for ads
ডেঙ্গু থেকে এলাকাবাসীকে রক্ষায় এক মাস লিফলেট বিতরণের পর নিজেই দুইটি স্প্রে মেশিন ও ২০ হাজার টাকার ওষুধ কিনে ছিটাতে শুরু করেছেন নিয়াজ মোহাম্মদ খান। তিনি মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলানিউজকে তিনি বলেন, এলাকায় মশার উৎপাত বেশি। দিনে রাতে মশার জ্বালায় অতিষ্ঠ আমরা।

ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ নিয়ে আতঙ্কিত সবাই। তাই মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে পরামর্শ করে নিজের উদ্যোগে মশার ওষুধ স্প্রে করার উদ্যোগ নিয়েছি। তিন দিনে ভালো ফল পেয়েছি আমরা। এখন এলাকার মানুষ বলছেন মশার উৎপাত আগের তুলনায় কমেছে। শিগগির আমি আরও দুইটি স্প্রে মেশিন কিনবো।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুই দিন আমরা পরীক্ষামূলকভাবে নিজেরা ওষুধ ছিটিয়েছি। আজ চসিকের দুইজন স্প্রেম্যানকে দিনের বেলা আমাদের কর্মসূচিতে সংযুক্ত করেছি। চসিকের নিজস্ব উদ্যোগের পাশাপাশি ঘরে ঘরে, পাড়া মহল্লায় নিজস্ব ব্যবস্থাপনায় মশানিধন কর্মসূচি নিলে চট্টগ্রামে মশাবাহিত রোগ কমে যাবে ইনশাআল্লাহ।  

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মশানিধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম। বিএনপি নেতা রফিকুল আলমের সভাপতিত্বে মনির উদ্দিন বাবলুর সঞ্চালনায় বক্তব্য দেন ডবলমুরিং থানা সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা মো. ইলিয়াস, বিএনপি নেতা আব্দুল হালিম, যুবদল নেতা মো. জনি প্রমুখ।
BBS cable ad