Space for ads

বরিশাল শেরে বাংলা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

বরিশাল শেরে বাংলা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
Space for ads

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের নিচতলায় আকস্মিক অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিস।

রোববার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পরপরই আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনেরা দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন। অনেকে আতঙ্কিত হয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আসে।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বলেন, হাসপাতালের নতুন ভবনের নিচ তলার কক্ষে আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহত এবং ক্ষয়ক্ষতির বিষয় এখনই বলা যাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘হাসপাতালের ওই কক্ষের তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে। ওই কক্ষে তুলা, বিছানা ছিল।’

BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: