Space for ads

ঢামেকে চিকিৎসক মারধরের ঘটনায় দুইজন গ্রেফতার

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঢামেকে চিকিৎসক মারধরের ঘটনায় দুইজন গ্রেফতার
Space for ads
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। এরই মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার এএসআই মৃত্যুঞ্জয় বলেন, এ ঘটনায় আমরা সেনাবাহিনীর সহযোগিতায় দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের এ মামলায় সংযুক্ত করা হবে।

মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষক এবং তিন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এ ছাড়া ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারনামীয় আসামিরা হলেন- বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্নব, শিক্ষার্থী পলজয়, সহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন।

এর আগে গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। রোববার সকাল থেকেই নিরাপত্তাহীনতায় ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। সারাদেশে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দেওয়া হয়।

হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেওয়ায় পরে রোববার বিকেলে সারাদেশে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি স্থগিত করেন চিকিৎসকরা। সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন চিকিৎসকরা।

এদিকে ঢামেকে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
BBS cable ad