হাসপাতালে এক দিনে ৩৪ ডেঙ্গু রোগী
দেশে আবার বাড়তে শুরু করেছে এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৩ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৭০ জন এবং ঢাকার বাইরে ১৩ জন।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৩ জন। এর মধ্যে ঢাকায় ৬২৫ জন এবং ঢাকার বাইরে ৪৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৯ জন। চলতি বছরে রোগটিতে মৃত্যু হয়েছে ১১ জনের।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫৬৬ জন, মৃত্যু হয় ৬ জনের। ফেব্রুয়ারি মাসে আক্রান্ত হন ১৬৬ জন, মৃত্যু হয় ৩ জনের, মার্চ মাসে আক্রান্ত হন ১১১ জন, এপ্রিল মাসে ১৪৩ জন আক্রান্ত হন এবং দুজনের মৃত্যু হয়। তবে মে মাসের প্রথম সপ্তাহে হাসপাতাল ভর্তি হয়েছেন ১৩৭ জন।
ডেঙ্গু সংক্রমণের উর্ধ্বমূখী প্রবণতায় শঙ্কা প্রকাশ করে গত রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। এ ছাড়া চলতি বছরের মৌসুম পূর্ববর্তী ডেঙ্গু বিষয়ক জরিপের ফলাফলে এ বছর ঢাকার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর বাড়বে বলে প্রতীয়মান হয়েছে।