শিরোনাম

Space for ads

হাসপাতালসহ দেশের সব বড় অফিসে দালাল চক্র: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৮:১২ অপরাহ্ন   |   স্বাস্থ্য মন্ত্রনালয়

হাসপাতালসহ দেশের সব বড় অফিসে দালাল চক্র: স্বাস্থ্যমন্ত্রী
Space for ads
দেশের বিভিন্ন হাসপাতালে দালাল চক্রে ছেয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বলেন, ‘আমরা চেষ্টা করছি এসব হাসপাতাল থেকে দালাল নির্মূল করার।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন দুই-চার হাজার রোগী থাকে। সারাদেশ থেকে প্রায় ১০ হাজার রোগী আসে। যত রকমের দুর্ঘটনা হয় সবাই ঢাকা মেডিকেলে আসেন। কারণ ঢাকা মেডিকেল মানুষের একটি আস্থার জায়গা। কিন্তু ঢাকা মেডিকেলে হাসপাতালে দালাল বেড়ে গেছে। দেশের যেকোনো বড় বড় অফিসে যাবেন, সবখানে দালাল কম-বেশি দেখা যায়। আমাদের সারা দেশে এই চিত্র আছে।’

সম্প্রতি গণমাধ্যমে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘গণমাধ্যমে আলোচিত বিভিন্ন অনিয়ম-অভিযোগ খতিয়ে দেখা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রমসহ নানা অভিযোগই আমাদের কানে এসেছে। বিষয়গুলো গুরুত্ব দিয়ে আমরা খতিয়ে দেখব।’

জাহিদ মালেক বলেন, ‘হাসপাতালটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এই হাসপাতালের গুরুতর অনিয়ম আমরা হতে দিতে পারি না। তবে, আপনারা জানেন বিএসএমএমইউ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। যে কারণে এ হাসপাতালের নিয়োগ, ক্রয়-বিক্রয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারা নিজেরাই নিয়ে থাকে। আমাদের সংশ্লিষ্টতা খুব বেশি থাকে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু হাসপাতালটিতে (বিএসএমএমইউ) সরকার অর্থায়ন করে থাকে। সে হিসেবে আমরা অবশ্যই অনিয়মের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। আমরা চাই না এখানে আসা রোগীদের স্বাস্থ্যসেবা ব্যাহত হোক।’
BBS cable ad