Space for ads

চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৪, ০৩:২০ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন
Space for ads
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনকে। তিনি অধ্যাপক ডা. সাহেনা আকতারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
 

বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহ্‌ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন অধ্যক্ষ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দেওয়া হয়েছে। ২০০৯ সাল থেকে তিনি কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
BBS cable ad