Space for ads

কর্মবিরতির হুঁশিয়ারি নার্সদের

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন   |   নার্সিং ইন্সটিটিউট

কর্মবিরতির হুঁশিয়ারি নার্সদের
Space for ads
আগামী তিন কর্মদিবসের মধ্যে এক দফা দাবি আদায় না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন সংগঠনের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম।
 

ড. মো. শরিফুল ইসলাম বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ও কাউন্সিলের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা অব্যাহতভাবে নার্স ও মিডওয়াইফদের তুচ্ছ-তাচ্ছিল্য করে আসছেন। এ ছাড়া নার্সিং বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে এ কর্মকর্তাগণ প্রায়শই নার্সদের উচ্চশিক্ষা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অবজ্ঞা করে থাকেন।  

তিনি জানান নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক নার্স ও মিডওয়াইফদের পদায়নের এক দফা দাবি আদায়ে গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছে।

মো. শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে রোগীর সেবা অক্ষুণ্ন রেখে নার্স ও মিডওয়াইফরা উল্লিখিত কর্মসূচি পালন করলেও এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে যৌক্তিক এক দফা দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি।

দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়নের ক্ষেত্রে এ দেশের নার্স মিডওয়াইফরা কোনো ছাড় দেবেন না বলেও জানান তিনি।  

তিনি বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে অনতিবিলম্বে উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নার্সদের মধ্য থেকে মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে পদায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। দাবি আগামী তিন কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন না করা হলে সারা দেশে নার্স ও মিডওয়াইফরা সর্বাত্মক কর্মবিরতি দিতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব ড. মোহাম্মদ নুরুল আনোয়ার, ড. মো. মফিজুল্লাহসহ শতাধিক নার্স উপস্থিত ছিলেন।
BBS cable ad