নার্সিং ডিজির অপসারণের দাবিতে মাগুরায় মানববন্ধন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুদা নূরসহ সব নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মাগুরার নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মাগুরায় ২৫০ শস্যা হাসপাতালে সামনে জেলা নার্সিং অফিসার ও নার্সিং শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে তারা নার্সিং পরিচালক মাকসুদা নূর নাসিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় মিড ওয়াইফারি অধিদফতর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সব নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবি করেন। সেই সঙ্গে উচ্চশিক্ষিত দক্ষ নার্সদের পদায়ন নিশ্চিত করার দাবিও তোলা হয়।