Space for ads

ডেঙ্গুতে একদিনে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭০

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন   |   মহামারি

ডেঙ্গুতে একদিনে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭০
Space for ads

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ১৯৭ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬২৭ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৮৮৪ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার একজন। মারা গেছেন ৫১৪ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

BBS cable ad