Space for ads

ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯৯০

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন   |   মহামারি

ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯৯০
Space for ads

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯৯০ জন নতুন রোগী।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের মধ্যে তিনজন বরিশাল বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগের, তিনজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা।

এছাড়া নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ২৩৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৩ জন, খুলনা বিভাগে ১৪৬ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭১ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৭১৫ জন।

BBS cable ad