Space for ads

আন্দোলনে আহত নাবিলের চিকিৎসায় বিমানের সৌজন্য টিকেট

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন   |   চিকিৎসা

আন্দোলনে আহত নাবিলের চিকিৎসায় বিমানের সৌজন্য টিকেট
Space for ads

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নাবিল আহম্মেদকে উন্নত চিকিৎসার জন্য বিমানে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। একজন অ্যাটেনডেন্টসহ ঢাকা থেকে ব্যাংকক রুটে স্ট্রেচার সেবা এবং সৌজন্য টিকেট প্রদান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাবিল আহম্মেদ বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে উন্নত চিকিৎসার জন্য ৭ নভেম্বর বিমানের বিজি৩৮৮ ফ্লাইটে বিশেষ ব্যবস্থাপনায় তাকে ঢাকা থেকে ব্যাংকক পাঠানো হয়।

নাবিলের অসুস্থতার কারণে ঢাকা ও ব্যাংকক বিমানবন্দরে তাকে বিশেষ হ্যান্ডলিং সেবা প্রদান করা হয়।

BBS cable ad