Space for ads

কিশোরগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২১ জন

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন   |   চিকিৎসা

কিশোরগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২১ জন
Space for ads

কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২১ জন। একই দিন ছাড়পত্র দেওয়া হয়েছে ২৬ জন রোগীকে।সোমবার (২১ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪১২ জন আর একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬১ জন রোগী।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার ৫টি হাসপাতালে বর্তমানে ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, কিশোরগঞ্জ জেনারেল (সদর) হাসপাতালে ১৩ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

BBS cable ad