শিরোনাম

Space for ads

বিশ্ব হোমিওপ্যাথি দিবস বিকল্প চিকিৎসার সুবিধা সম্পর্কে মানুষকে সচেতন করার দিন

 প্রকাশ: ২২ মে ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ন   |   হোমিওপ্যাথি

বিশ্ব হোমিওপ্যাথি দিবস বিকল্প চিকিৎসার সুবিধা সম্পর্কে মানুষকে সচেতন করার দিন
Space for ads
বিশ্বজুড়ে ১০ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস। দিনটি চিকিৎসার একটি বিশেষ ক্ষেত্রের গুরুত্বকে তুলে ধরে। 

ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী স্মরণে এই দিনটি পালিত হয়। হ্যানিম্যান ১৭৫৫ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। চিকিৎসার এই বিশেষ শাখাটির জন্ম তাঁর হাতেই। হ্যানিম্যানকে হোমিওপ্যাথির জনক বলেও অভিহিত করা হয়।

তাঁর সময়ে উপলব্ধ ওষুধের অবস্থা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট ছিলেন হ্যানিম্যান। হ্যানিম্যান বছরের পর বছর ধরে ওষুধের গবেষণায় ডুবে রইলেন। তারপর বহু গবেষণার শেষে হোমিওপ্যাথির জন্ম হয়।

ওষুধের এই বিশেষ শাখাটির ভিত্তি শক্তিশালী এবং স্থিতিশীল। যদিও অ্যালোপ্যাথিক ওষুধের উপভোক্তারা হামেশাই হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তা সত্ত্বেও হোমিওপ্যাথি এখনও জনসাধারণের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। হোমিওপ্যাথির জনকের জন্মবার্ষিকীতে পালিত এই দিনটির উদ্দেশ্য হল বিকল্প চিকিৎসার সুবিধা সম্পর্কে মানুষকে সচেতন করা।
BBS cable ad

হোমিওপ্যাথি এর আরও খবর: