আরো ৭ ডেঙ্গুরোগীর মৃত্যু, নতুন ভর্তি ১২১১
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এখন ৭৪ হাজার ৮০০ জনে পৌঁছেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৩ হাজার ৯৮০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৮৩৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ২ হাজার ১৪২ জন রয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।