Space for ads

ঢামেকে চিকিৎসাধীন গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন   |   মেডিকেল কলেজ

ঢামেকে চিকিৎসাধীন গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু
Space for ads
 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় রাজধানীর নতুনবাজার এলাকায় গুলিবিদ্ধ এক কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার নাম ইমন মিয়া (১৭)। তিনি গুলশানের ফুটপাতে একটি খাবারের দোকানে কাজ করতেন।
 
শুক্রবার রাত সোয়া ৩টার দিকে হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমনের বোন তাহমিনা বেগম জানান, দুই ভাইবোনের মধ্যে ইমন ছিল ছোট। সে তার (তাহমিনা) বাড্ডা এলাকার বাসায় থাকত। কাজ করত গুলশানের ফুটপাতে একটি খাবার হোটেলে।

ঘটনার দিন দুপুরে ইমন কর্মস্থলে যাচ্ছিল। নতুনবাজার এলাকায় তার পেটে গুলি লাগে। স্থানীয়রা ইমনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, ইমনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তার বাবার নাম সেলিম উদ্দিন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।


BBS cable ad