দৌলতপুর স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম সিদ্দিকীর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে তার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নিয়ে ওই চিকিৎসা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২৩ ফেব্রুয়ারি দৌলতপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে যোগ দেন ডা. শাহ আলম সিদ্দিকী। এরপর থেকেই তিনি ভুয়া-বিল ভাউচারের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ, ছদ্মনামে হাসপাতালের ঠিকাদারি কাজসহ নানা দুর্নীতি করেন।
হাসপাতালে কর্মরত জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) মুহা. ইফতেখারুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলম সিদ্দিকী স্যার এক মাসের ছুটিতে আছেন। কিন্তু কর্মরত ডাক্তার ছুটির কোনো নথিপত্র দেখাতে পারেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থী মোহাম্মদ শাকিল বলেন, স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলম সিদ্দিকী যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়মে জড়িত। স্থানীয় কিছু প্রভাবশালী লোকের সহযোগিতায় এ কাজগুলো করে থাকেন তিনি। নিজেকে আওয়ামী ডাক্তারদের একটি সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দাবি করেন। তার পদত্যাগ ও শাস্তি দাবি করছি।
এ বিষয়ে ডা. শাহ আলম সিদ্দিকী বলেন, আমি এক মাসের ছুটিতে আছি। আমি আগস্টের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারাও আমাকে কিছু পরামর্শ দেয় হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য। আমি সেগুলো করার চেষ্টা করছি। যেহেতু আমি ছুটিতে আছি সেই সুযোগে শিক্ষার্থীদের মিসগাইড করেছে আমার বিরুদ্ধে। আমি ছুটি শেষ করে এসে তাদের সঙ্গে আবার আলাপ করব।