Space for ads

চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৮১ হাজার

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন   |   মহামারি

চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৮১ হাজার
Space for ads
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮১ হাজার ৬৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪২১ জনের। নভেম্বরের ১৮ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৬ জনের। গত মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিরা। এ সংখ্যা ১২ হাজার ২৯৯। তবে ডেঙ্গুতে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিদের। এই বয়সী ৪১ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোয়, এ সংখ্যা ১৭ হাজার ৩০৯। এরপরই আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ৬০১। দুই সিটি কর্পোরেশনের বাইরে তৃতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোয়। এসব হাসপাতালে ১৪ হাজার ৩৯২ রোগী ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৮৪ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৭০ জনের।
BBS cable ad